বরানগর দেশবন্ধু রোড, সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হলো

১৮ই অক্টোবর বুধবার, ঠিক সন্ধ্যা ছটায়, সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে এবং সবার উপস্থিতিতে এই প্রতিমার আবরণ উন্মোচন হল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী কৌশানী মুখার্জী।, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সবার প্রিয় মানুষ বিধায়ক শীত তাপস রায় মহাশয়, উপস্থিত ছিলেন যার পরিচালনায় এই দুর্গোৎসব এর আয়োজন, পৌর প্রতিনিধি তিতলি পাত্র এবং যাদের পরিচালনায় দুর্গা উৎসব সুন্দর হয়ে উঠেছে, বরানগর যুবক বৃন্দ, এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অভিক পাত্র, পিয়ালী চক্রবর্তী , মুখ্য নির্দেশক সুখেন ঘোষ, সোমা ঘোষ, শিল্পী সৌরভ সহ অন্যান্যরা সকল সদস্যরা, এবারের ভাবনা নারায়নী নমস্তুতে একটি সুন্দর নামকরণের মধ্য দিয়ে এই থিমের রূপ দিয়েছেন,

শুভ সূচনা হয় ফিতে কাটার মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, পর একে একে অতিথিদের বরণ করে নেন উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে, অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কিছু বস্ত্র প্রদান করলেন বিভিন্ন এলাকার দুস্থ অসহায় পরিবারের লোকেদের,

উপস্থিত অতিথিবৃন্দরা এবং পুজো কমিটির উদ্যোক্তা জানালেন, পুজো সম্বন্ধে আমরা কিছু বলবো না, পূজা প্রেমী ও দর্শকেরাই বিচার করবেন, একটা কথাই বলবো, সবাই যেমন আনন্দ করে, আজএই বস্ত্র বিতরণের মধ্য দিয়ে যতটুকু সামর্থ্য আমরা অসহায় মানুষের হাতে বস্ত্র বিতরণ করে, মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি, যিনি আমাদের সবার উপরে রয়েছেন, যাহার উদ্যোগে ইউনেস্কো সম্মান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা অশেষ ধন্যবাদ জানাই বাঙ্গালীদের পুজোকে এইভাবে দেখার জন্য, আর কৃতজ্ঞতা জানাই এলাকাবাসীকে এবং যারা আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবার পুজো ভালো কাটুক ,আনন্দে কাটুক তাহার সাথে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়,, কলকাতা

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *