ঢাকাThursday , 9 February 2023
  1. ! Без рубрики
  2. $255 payday loans
  3. 1 hour payday loans
  4. 12 months installment loans
  5. 1500 payday loan
  6. 1st payday loan
  7. 1st payday loans
  8. 24 hr payday loans
  9. 30 day pay day loans
  10. 420 Dating in de VS
  11. 420 Dating visitors
  12. 420-dating-de visitors
  13. 500 payday loans online
  14. 90 day payday loans
  15. 90day payday loans

বহুরূপী আফিফার প্রতারণায় নিঃস্ব রৌমারীর প্রবাসী নাহিদ

Link Copied!

বহুরূপী আফিফার প্রতারণায় নিঃস্ব রৌমারীর প্রবাসী নাহিদ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
মোঃ নূর হোসেন

জয়পুরহাট ক্ষেতলালের মেয়ে বিয়ের নামে প্রবাসীর ৫ভড়ি স্বর্ণ অলংকার ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে ভিডিও কনফারেন্সে৷ এ অভিযোগ করেন ওই প্রবাসী৷

ভুক্তভোগী নাহিদ হাসান কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানী গ্রামের জংশের আলীর ছেলে। বর্তমানে সিঙ্গাপুর প্রবাসী অভিযোগে জানা গেছে, জীবন গড়তে সিংঙ্গাপুরে পাড়ি জমান নাহিদ হোসেন গত ৫ বছর কাজ শেষে দেশে ফেরার পূর্বে অন্ধকার নেমে আসে তার জীবনে তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মৈয়ম কেশর পাড়া গ্রামের আঃ রাজ্জাকের কলেজ পড়ুয়া মেয়ে আফিফা রাজ্জাক রিফা সংঙ্গে গত ২০১৮ সালের জুন মাসে (পাঁচ লক্ষ্য) দুইশত একান্ন টাকা কাবিন মূলে বিয়ে করেন। স্বপ্ন পূরণে স্ত্রীকে উচ্চ শিক্ষার জন্য পড়াশুনা করান পরে আচরণ পাল্টে ফেলেন আফিফা রাজ্জাক রিফা৷
প্রবাসী স্বামী নাইদ হোসেন কে ২০২৩ সালের জানুয়ারী ২০ তারিখে তালাক প্রদান করেন আফিফা রাজ্জাক রিফা । বিষয়টি নিশ্চিত করেছেন বড়তার ইউনিয়ন কাজি রেজানুল ইসলাম৷ কষ্টের অর্জিত টাকা পয়সা হারিয়ে বড় একা হয়ে পড়েন প্রবাসী নাহিদ। সংসার জীবনে আফিফার প্রতারণার ফাঁদে পা দেন প্রবাসী নাহিদ হোসেন।

ভালোবাসা দেখিয়ে স্বামীর কাছে পুনরায় গহনা কিনে নেন আফিফা। এরপর স্বামী নাহিদের কাছ থেকে বিকাশের মাধ্যমে দাফায় দফায় কয়েক লাখ টাকাও গ্রহণ করেন তিনি।

ভুক্তভোগী নাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, স্ত্রীকে শিক্ষিত করে চাকরি নিয়ে দিবেন পরিবার ভালো ভাবে চলবে। এ স্বপ্নে অনেক কষ্টে বিদেশে এসেছি প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু স্ত্রী আমার সর্বস্ব লুট করে আমাকে পরিবার সহ পথে বসাবে ভাবতে পারিনি গত জানুয়ারীর ২০ তারিখে আমার ইমুতে তালাকের কপি পাটিয়েছে৷ আমার স্ত্রীর পরোকীয়া কারী তার পরিকল্পনায় আমাকে প্রতারণার ফাঁদে ফেলে পথে বসিয়েছে। তিনি ন্যায় বিচার দাবি করেন। আমি দেশে ফিরে আইনের আশ্রয় নিবো৷ আমার সব ডকুমেন্ট যত্ন সহকারে রেখেছি৷

অভিযুক্ত আফিফার খবর নিতে বারবার বাসায় গিয়ে স্বাক্ষাত করা হলে তিনি বলেন আমার বিয়ে হয়েছে আমাকে না বলে বিদেশ গেলো কেনো আমি সোনা টাকা পয়সা নিয়েছি তার প্রমান কি সেতো ফক্কনির ছেলে বন্যা এলাকায় বাড়ি আমার ফ্যমেলির স্ট্যাটাস
দেখেন আমাকে বউ দাবি করে ওর গার্জেন নিয়ে আসুক আমি মোকাবেলা করবো আমি শিক্ষিত মেয়ে ও বিদেশ থেকে টাকা দিয়ে বিভিন্ন টোকায় পাঠায় আমার বাড়িতে৷ আমি যদি নারী নির্যাতন মামলা করি তখন কি হবে৷ আপনারা আমার বাবার সাথে কথা বলেন৷৷

নাহিদ আফিফা দম্পতি স্বামী স্ত্রী পরিচয়ে ঢাকার খিলখেতে দীর্ঘ দুই বছর ভাড়া বসায় ছিলেন ওই বাড়িওয়ালা বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছে৷

সরজমিনে আফিফা গ্রামে গিয়ে জানা যায় একাধিক ব্যক্তিরা বলেন সে গান বাজনার সংঙ্গে জরিত সে বাউল গান গায় আমরা শুনেছি ঢাকায় বিয়ে হয়েছে৷ কয়েক দিন আগে দেখলাম ফেসবুকে বিয়ের কাবিন নামাসহ তার স্বামী একটি পোষ্ট করেছে মাঝে মাঝে গ্রামে আসত তার বাবার দুই স্ত্রী কোথায় থাকে আমরা সঠিক বলতে পরবো না৷ তাদের যে সভাব এটি বলা সম্ভব না৷
স্বামী দেশের বাহিরে থাকার সুবাদে আফিফা সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টিকটকে আসক্ত হয়ে পড়েন। এর সুযোগে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন আফিফা। তার টিক টক আইডিতে দেখা যায় বিভিন্ন অশ্লীল নৃত্য অঙ্গভঙ্গির নাছ করতে দেখা যায়৷

জানতে চাইলে এডঃ রাইহান আলী বলেন আইন সবার জন্য সমান স্ত্রী কর্তৃক প্রতারনার শিকার হলে ভুক্তভুগী আইনি প্রতিকার পাবে৷ আজকাল প্রায় প্রবাসীরা স্ত্রী দ্বারা প্রতারনার শিকার হচ্ছেন৷ সামাজিকভাবে বিয়ের মাধ্যমে কেউ স্ত্রী, আবার কেউ স্বামী কর্তৃক প্রতারিত হচ্ছেন। সামাজিক বিয়ের আড়ালে বিয়ে বাণিজ্যের কবলে পড়ে বাংলাদেশি কমিউনিটিতে বহু প্রবাসী নিঃস্ব হয়েছেন। বিয়ে বাণিজ্যের শিকার হয়ে তাদের জীবনে নেমে এসেছে দুর্বিসহ যন্ত্রণা। কেউ যন্ত্রণা কেউ কাটিয়ে উঠতে পেরেছেন, আবার দুঃসহ যন্ত্রণা নিয়ে ঘরহীন হয়ে পথে পথে ঘুরছেন।

এবিষয়ে ইউপি সদস্য ফটু মিয়া জানা , আফিফার মাথায় একটু সমস্যা আছে আমরা জানি। বিয়ে এবং সংসার করার বিষয়টি গোপন রেখেছিল। তার পূর্বের স্বামীকে তালাক দিয়েছে শুনেছি। বিষয়টি নিয়ে আমরা গ্রামবাসি আলোচনায় বসে সিদ্ধান্ত নিবো৷

রৌমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাংবাদিকদের জানা এবিষয়ে আমরা অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।