বাংলাদেশ ভূমিহীন ও গৃহগীন হাউজিং লিঃ এর উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ ভূমিহীন ও গৃহগীন হাউজিং লিঃ এর উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে করণীয় শীর্ষক এক আলোচনা ও মত বিনিময় সভা রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৩ টায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথমে ৫ আগস্ট্র সকল শহীদদের স্বরণে নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, আমরা দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে কাজ করছি। কারন সমাজের একটি শ্রেণীকে দরিদ্র রেখে দেশ, জাতি ও সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি এ সময় আরো বলেন, আমাদের সকলের উচিত বর্তমান সরকারকে সহযোগীতা করা। সরকারের সাথে থেকে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কে গড়ে তোলা। তিনি সাংবাদিকদের ভাতা চালুর বিষয়ে বর্তমান সরকারের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্টস অর্গানাইজেশনের মহাসচিব এস এম হানিফ আলী। তিনি এ সময় বলেন,অহেতুক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধ করতে হবে। এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচ হিসাবে ছিলেন, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক দেলোয়ার হোসেন ভূঁইয়া। তিনি এ সময় বলেন, দেশ উন্নয়ন করতে হলে আগে দরিদ্র জনগোষ্ঠিকে একটি পর্যায়ে নিতে হবে। সকলে সহযোগীতা করলে অবশ্যই দেশ আবার ঘুরে দাঁড়াবে। অনুষ্ঠান উদ্ভোধন করেন জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান, তিনি এ সময় বলেন, আমাদের মৌলিক অধিকার আগে নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা বর্তমানে নানা সমস্যায় রয়েছে তাদের সহযোগীতা একান্ত প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী। তিনি এ সময় বলেন, ছাত্র জনতার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি । তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন সময় এসেছে দেশের উন্নয়ন করার । অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাংবাদিক লিয়ন। সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলীর সঞ্চলনায় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুচ আলী,মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন জাহান,মহমুদা বেগম.নুরুল ইসলাম,মোঃ হেলাল,সুমন প্রমুখ। এ সময় বক্তরা বলেন আমরা অতিদ্রুত সদস্যদের অধিকার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।