বাউফলে থানার অদূরে ডাকাতি
মোঃ কবির হাওলাদার
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল থানা অদূরে পৌরসভার ২ নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় (দক্ষিণ চন্দ্রপাড়া) শাহাবুদ্দিন মৃধার (৭০) বাসায় ১৫.০৭.২৩ইং তারিখ রোজ শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ পরিচয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। ৭ জন মুখোশধারী ডাকাত বাসার জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে শাহবুদ্দিন মৃধা ও তার স্ত্রী রাশিদা পারভিনকে অস্ত্রের মুখে জিম্মি করে।
এরপর তারা ইয়াবা তল্লাশির নামে স্টিলের আলমারি ভেঙ্গে ৬ ভড়ি সোনা, নগদ আড়াই লাখ টাকা, দলিল ও চেক বইসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাসার সামনের দরজা খুলে চলে যায়। ডাকাতরা সকলেই মুখোশধারী ছিল। খালী গায়ে শর্ট প্যান্ট পড়া ছিল। তাদের বয়স ২০-২৫ বছর হবে। এর আগেও পৌরশহরে কয়েকটি বাসায় ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ জড়িতদের এখন পর্যন্ত আটক করতে পারেননি।
বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে অপরাধীদের ব্যবহারকৃত একটি বাটন মোবাইল সেট ও একটি সাবল উদ্ধার করেছে। অপরাধীদের সনাক্ত কারার চেষ্টা চলছে।