বিনোদন প্রতিবেদক- ফের ‘মন দিয়েছি’ শিরোনামে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন এই সংগীতজুটি। ‘হান্নান’ শিরোনামের সিনেমার জন্য গানটি গেয়েছেন তারা। এটি পরিচালনা করছেন শুভজিৎ রায় চৌধুরী। গানেরকথা, সুর ও সংগীতায়োজন করেছেন লিংকন রায় চৌধুরী।
নতুন সিনেমায়গান গাওয়া প্রসঙ্গে বালাম বলেন,‘প্রিয়তমার পর আমার ও কোনালেরপ্রতি শ্রোতা-দর্শকের প্রত্যাশাও বেড়েছে। সে অনুযায়ী আমরা নতুন গানটি করেছি।আমার বিশ্বাস, অসাধারণ কথার গানটি শ্রোতাদের মন ভরাবে।’
কোনাল বলেন, ‘প্রিয়তমাকে শ্রোতা-দর্শক যে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। এর রেশ থাকতে থাকতেই আরও একটি সিনেমারগানে বালাম ভাইয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছি।এবারের গানটিও ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদের পছন্দের গান হবে।’
হান্নান সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তার সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক।
পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক অরিত্র দাস।