ঢাকাSunday , 14 July 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র যুব দলের কেন্দ্রীয় কমিটিতে নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করায় আনন্দ মিছিল

Link Copied!

বিএনপি’র যুব দলের কেন্দ্রীয় কমিটিতে নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করায় আনন্দ মিছিল

মোঃ জুয়েল মাষ্টার, বরিশাল চিফ ব্রুরো অ্যান্ড ক্রাইম রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটিতে ভোলার কৃতি সন্তান নুরুল ইসলাম (নয়নকে) সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’কে শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল করে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।

জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর উদ্যোগে ১৩ জুলাই, শনিবার সকাল ১১ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি বের হয়ে  শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময়  শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী।

আনন্দ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম নরবিন চৌধুরীর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাকির হোসেন মনির, লুকূ চৌধুরী, এবি এস সালাম, যুগ্ম সম্পাদক শফি, কামাল মোল্লা, দফতর সম্পাদক হারুন অর রশিদ সুমন, জেলা সেচ্ছাসেবক দলের নেতা বশার চৌধুরী, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক নাহিয়ান চৌধুরী,বোরহানউদ্দিন উপজেলার যুগ্ন আহবায়ক ,মো.আলাউদ্দিন, পৌর যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মনজুর সহ স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুলাই) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মোনায়েম মুন্না সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন’কে সাধারন সম্পাদক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST