ঢাকাSunday , 24 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি কতৃক আওয়ামীলীগ ফ্যাসিস্ট বিরোধী বর্ণাঢ্য বর্ণিল আয়োজনে বিশাল জনসভা

Link Copied!

আজ মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার সমন্বয়ে আমঝূপী ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)- র আয়োজনে আমঝূপী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে,আমঝুপি ইউনিয়ন বিএনপি কতৃক আওয়ামীলীগ ফ্যাসিস্ট বিরোধী বর্ণাঢ্য বর্ণিল আয়োজনে বিশাল জনসভার আয়োজন করা হয়।
আমঝূপী ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত  আজ বৈকাল ৩-ঘটিকায় আমঝূপী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আয়োজনে আজকের জনসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি- র সম্মানীত সংগ্রামী সভাপতি, মাটি ও মানুষের আস্থার প্রতিক, সাবেক সংসদ সদস্য জননেতা মাসুদ অরুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার সম্মানিত সংগ্রামী  সভাপতি ও মেহেরপুর সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মারুফ আহমেদ বিজন, উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির  সংগ্রামী সভাপতি ও মুজিবনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম,উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও আমঝূপী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব সাইফুল ইসলাম
সহ মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা এবং আমঝূপী ইউনিয়ন বিএনপি’র সর্বস্তরের নেতা ও কর্মীবৃন্দ। আজকের এই বিশাল বর্ণাঢ্য বর্ণিল আয়োজনে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জনতার চেয়ারম্যান নামে খ্যাত ও আমঝুপি ইউনিয়ন বিএনপি নেতা জনাব শফিকুল ইসলাম।  আমঝুপি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আওয়ামীলীগ ফ্যাসিস্ট বিরোধী জনসভায় উপস্থিত সকল বিএনপির নেতা ও কর্মী এবং সাধারণ জনগণের সম্মুখে একে একে আগত মেহেরপুর সদর উপজেলা মুজিবনগর উপজেলা
বিএনপি’র সাংগঠনিক নেতৃবৃন্দ ও আগত অতিথিবৃন্দ সহ স্থানীয় আমঝূপী ইউনিয়ন বিএনপি- র নেতৃবৃন্দ নিজো নিজো বক্তব্য প্রদান করেন। আজকের জনসভার প্রধান আকর্ষণ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি ও মাটি মানুষের নেতা,সাবেক সংসদ সদস্য জননেতা মাসুদ অরুণ,প্রধান অতিথির বক্তব্যে জননেতা মাসুদ অরুণ সকল নেতৃবৃন্দের বক্তব্যের সাথে সহমত পোষণ করেন এবং জননেতা মাসুদ অরুণ তিনি তিনার বক্তব্যের
মাধ্যমে বিগত আওয়ামীলীগ ফ্যাসিবাদী ফ্যাসিবাদ সেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ বিএনপি সহ আওয়ামীলীগ বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীগনের উপর অসহ্যতার অসণীয় মাত্রায় সীমাহীন জুলুম,নির্যাতন,মিথ্যা মামলা,গুম,খুন সহ বিচারের নামে প্রহসন মূলক প্রশাসনের মাধ্যমে নির্বিচারে কথিত ক্রসফায়ারের মিথ্যা নাটক সাঁজিয়ে বিচারবহির্ভূত অন্যায় হত্যা কান্ড,জেল হাজত
সহ নানামূর্খী নির্যাতনের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের উন্নয়নের নামে বিগত ১৫ বৎসর বহিঃর্বিশ্বের বিভিন্ন প্রভুদের খুঁশির রাখিবার জন্য দেশের স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও ব্যাপক দুর্নীতি এবং লুটপাটের রাজনীতি সহকারে এককেন্দ্রিক রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করিয়া বাংলাদেশকে অস্থিতিশীল ও অর্থহীন মেরুদন্ডে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করিয়া গিয়াছেন এবং বর্তমানে ভিনদেশে অবস্থান করিয়া দেশকে
ও দেশের মানুষকে ব্যাপক অরজগতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভূলন্ঠিত করিবার নীল নকশা ও চক্রান্ত করছেন বলে উপস্থিত বক্তৃতায় জনাব মাসুদ অরুণ জোরালোভাবে উল্লেখ করেন।পাশাপাশি বর্তমান বাংলাদেশের চরম কান্তি লগ্নে রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করিয়া এই বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করিবার জন্য দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করিবার জন্য নানামুখী পায়তারা করিতেছেন এবং বাংলাদেশকে বর্তমান রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনার সমস্ত প্রশাসনিক পরিদপ্তর ও অধিদপ্তর গুলোকে চরম ক্রাইসিস মুহূর্তের ক্রান্তিকালে ফেলে দিয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন।
এই সকল চক্রান্তকারীদের নানামুখী চক্রান্ত ও গভীর ষড়যন্ত্র নস্যাৎ করিবার জন্য সকলকে সজাগ থাকিতে উদার্থক আহ্বান জানান,পাশাপাশি নিজ দলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি- র সর্বস্তরের নেতা ও কর্মীগণকে সমস্ত বিভেদপূর্ণ ভেদাভেদ যুক্ত আভ্যন্তরীণ দলীয়কন্দল মিটিয়ে সকল স্তরের নেতাকর্মীগনকে একত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে সুসংঘটিত ভাবে শক্ত অবস্থায় অবস্থান করিয়া  দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান বিএনপি’র একমাত্র কান্ডারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে একত্রিত ভাবে সকলকে কঠোর অবস্থায়
আওয়ামীলীগ ফ্যাসিস্ট ফ্যাসিবাদের আগ্রাসন ও নানামুখী চক্রান্তের বিষয়ে সর্বাত্মক  সতর্ক থাকার আহ্বান জানান। শেখ হাসিনাকে বাংলাদেশ আর আসতে দেওয়া হবে না আর যদি শেখ হাসিনা দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে আসে তাহলে তাহাকে তাৎক্ষণিক তাহার তৈরি আয়না ঘরে প্রেরণ করিয়া বিচারের কাঁঠগড়ায় দাঁড় করানো হবে এবং তার সমস্ত অপকর্মের কঠোর বিচার করিয়া
তাহার শাস্তি প্রদান করা হইবে মর্মে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কোন ঠাঁই হইবে না বলে, শেখ হাসিনাকে বাংলাদেশে আর না আসার পরামর্শ দেন। আমঝূপী ইউনিয়ন বিএনপি- র আজকে এ-ই বিশাল জনসভার সভাপতি জনতার চেয়ারম্যান খ্যাত জনাব শফিকুল ইসলাম সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে জনসভার সমাপ্তি ঘোষণা করেন এবং আজ সন্ধ্যার পর বর্ণাঢ্য বর্ণিল সভা মঞ্চে সান্ধ্যকালীন মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং উক্ত অনুষ্ঠান উপভোগ করিবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Design & Developed by: BD IT HOST