বিএনপি, জামায়াতের দেশ বিরোধী ষরযন্ত্র ,নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
মোঃ সালাউদ্দিন,
গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশ ব্যাপী বিএনপি, জামাতের দেশ বিরোধী ষরযন্ত্র,নৈরাজ্য এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশে আওয়ামী লীগ ২নং হাফছড়ি ইউনিয়ন শাখার সভাপতি ইউনুস হাওলাদার এর নেতৃত্বে সারাদেশ ব্যাপী বিএনপি জামাতের দেশ বিরোধী ষরযন্ত্র নৈরাজ্য এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলটি হাফছড়ি ইউনিয়নের দলীয় কার্য্যালয় থেকে বেরিয়ে জালিয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জামাত-বিএনপি-রাজাকার হুশিয়ার সাবধান, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই এ ধরনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে জামাত-বিএনপি’র দোষরদের হুশিয়ারী সংকেত দেয়া হয়।
গুইমারা উপজেলা আওয়ামী লীগের নেতা সুইমং মারমা বলেন, শান্তিপূর্ন এদেশে জামাত-বিএনপি’র দোষররা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
আমরা দৃঢ় প্রত্যয়ে বলতে চাই, এদেশে আর কোন অপশক্তিকে মাথা তুলে দাড়াঁতে দিবো না। বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংঘঠন তাদের প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ রয়েছে।
এসময় গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃইব্রাহীম মীর,বাবু সুইমংমারমা,সদস্য মোঃ আনোয়ার হোসেন, ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, উপজেলা ছাত্র লীগের সভাপতি আনন্দ সোম,গুইমারা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী চৌধুরী রুবেল ২নং হাফছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম, সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন,সদস্য মোঃ হাসানুজ্জামান,গুইমারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মিরাজ,শাহাদাত হোসেন রিজন, রেজাউল আলম শুভ,অনিক পাটোয়ারি, বিজয় দত্ত,ওমর ফারুক আকাশ,করিমুল হক ২নং হাফছড়ি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ রাসেল,সহ- সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক নাইমা, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।