ঢাকাSaturday , 14 September 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

বিনা ভোটে নির্বাচন করে এতো মাস্তানদের ক্ষমতাবান করে কি লাভ হলো আওয়ামীলীগ সরকারের

Link Copied!

বিনা ভোটে নির্বাচন করে এতো মাস্তানদের ক্ষমতাবান করে কি লাভ হলো আওয়ামীলীগ সরকারের

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

আমি বহুবার বলেছি এসময় থাকবেনা” কথাটা কেউ আমলে নেন নাই।আওয়ামীলীগ থেকে ২০০৮ সালে নির্বাচিত এমপি সাহেবরা পরবর্তীতে বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়ে, যাবতীয় চুরিচামারি, মাদক ব্যাবসা, মাস্তান বাহিনী তৈরি করে সকল সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীদেরও তাদের প্রজা ভাবতে শুরু করেছিলেন। এসকল এমপিদের হাতে আসে টাকার পাহাড়।তাদের সন্তানরা বিদেশে মার্কেটিংয়ে অভ্যস্ত হয়ে উঠে।তাদের স্ত্রী পুত্র কন্যারাও সভা সমিতিতে অতিথি হতে থাকে।  ব্যক্তিত্বহীন নেতারা এমপিদের স্ত্রী,পুত্র,কন্যার পিছনে দাঁড়িয়ে হাসি দিয়ে ছবি তুলে ফেসবুকে দিতে থাকে। কিছু মুক্তিযোদ্ধাও জোকার সেজে এমপিদের স্ত্রী পুত্র কন্যাদের প্রশংসা করে ভাষণ দিতে থাকে। বিভিন্ন পেশার নেতারা নিজেদের পেশার মর্যাদা ভুলে এমপির স্ত্রী,পুত্র বা কন্যার মিছিলে যোগ দিতে থাকে।

এক পর্যায়ে প্রায় সকল ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান এমনকি ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররাও বিনা ভোটে পাশ করে,ধরাকে সরা জ্ঞান করতে থাকে। এদের অনেকেরই ছিলো ছোট ছোট রাজত্ব এবং টর্চার সেল !!
এমপিদের প্রিয়ভাজন পুলিশদের ভাবসাব দেখলে জনগণ অসহায়ত্ব বোধ করতেন।এসকল পুলিশরা এমপি মন্ত্রীর মাস্তানদের সহায়ক শক্তি ছিলেন।পুলিশ যখন কোন দলের হয়ে বক্তব্য রাখতো, মিছিলে স্লোগান দিতো, সরকারের বিরুদ্ধাচরন করলে এটাকে রাষ্ট্রবিরোধী কাজ বলতো, সেটা সাধারণ মানুষদের কেমন লাগতো, এখন আওয়ামীলীগ নেতারা উপলব্ধি করার সুযোগ পাচ্ছেন।জনগণ পক্ষে না থাকলে,এশকাল গডফাদার,এমপি এবং তাদের পরিবার ও তাদের নিয়ন্ত্রিত পুলিশ নির্ভর মাস্তানেরা কোনোই কাজে আসেনা, এ সত্য উপলব্ধির সুযোগ পেয়েছে আওয়ামীলীগ নেতারা, যা খুবই দরকার ছিল।

একবার এক (সাবেক মন্ত্রীর) এমপির স্ত্রীও তার স্বামীর পাশের চেয়ারে বসে, আমি সহ অনেক নেতাদের জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন। বাসা থেকে বেড়িয়ে আমি নেতাদের বলেছিলাম, এই বেটা মরলে,অথবা আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে,এই মহিলা কি আমাদের সামনে চেয়ারে বসে নির্দেশ দেয়ার মতো করে কথা বলতে পারবেন। এই মহিলাকে যে টাকা দিতে পারতোনা,কোন কমিটিতে তার নাম থাকতোনা,কেউ ইউপি চেয়ারম্যান এমনকি মেম্বার হতেও এ মহিলাকে টাকা দিতে হতো।এ মহিলার বোনের কাছেও নাকি একশ কোটি টাকা আছে। হায়রে বাংলাদেশ,ক্ষমতায় থাকলে,এমপির অনুকম্পা নিয়ে চোর-ডাকাত,টাউট বাটপাড় সবাই নেতা হয়ে যেতে পারে।টর্চার সেল তৈরি করতে পারে। কিন্তু দল বেকায়দায় পরে গেলে এসকল চোর মাস্তানরা দলের কোনোই কাজে আসেনা। নেতাদের হাতে এখন অফুরন্ত সময়, এখন এসব ভেবে দেখার অবসর পাবেন। আমাদের দেশের নেতা এবং তাদের স্ত্রীদের কাছে টাকার শোক, পুত্রশোকের চাইতেও বেশী।তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, এদের টাকা এবং সম্পদগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করুন।তাহলে এরা পুত্রশোকের চাইতেও বেশি কষ্ট পাবে।

নেতাদের বউগুলো আরো বেশি অর্থলোভী, এদের পরামর্শে জামাইগুলো আরো বেশি লুট করেছে। তাই তাদের স্ত্রীদেরও জেলে রাখা খুবই উচিত কর্ম হবে।ওদের একাউন্টেও নাকি শত শত কোটি টাকা।তাদের ব্যবসাটা কি? ভোট ছাড়া এশকাল চোর ডাকাতদের এমপি,মন্ত্রী,উপজেলা চেয়ারম্যান,মেয়র,কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান,ইউপি মেম্বার না বানালে, আজকের এই দুর্দিন কি সরকার প্রধানকে দেখতে হতো? আমি বহুবার বলেছি ”এসময় থাকবেনা” কথাটা কেউ আমলে নেন নাই। এমন আবেগ আর কষ্টের কথা মানবাধিকার প্রতিদিন এর প্রতিনিধি মুঠো ফোনে জানিয়েছেন একজন আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, কুমিল্লা মহানগর এর নেতা এবং স্পেশাল পি,পি জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল কুমিল্লা.জজ কোর্ট,অ্যাডভোকেট আনিসুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST