দিনাজপুরের বিরামপুর দ্যা হলি কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার আয়োজনে কোরআনের সবক প্রদান, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিরামপুর পৌর শহরের পল্লবী মোড় থানা রোর্ড আবাসিক এলাকায় দ্যা হলি কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার’র মুহতামিম মুফতি মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে কোরআনের সবক প্রদান, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুপূর্ণ কথা বলেন,বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম। বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদরাসা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম,দ্যা হলি কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার’র সহকারি মুহতামিম মুফতি
মাওলানা মোহাম্মদ আবু হোরায়রা,বিরামপুর নূরানী কোরআন।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মাহফুজুর রহমান (মাহফুজ) জনাব,দারাস তুলল্লস্যার,এছাড়াও অভিভাবক সদস্যদের মধ্যে কথা বলেন,জামিরুল ইসলাম, রাসেল চৌধুরী।
এন,এম,সজীব, শহিদুজ্জামান মুস্তাফিজুর রহমান,জয়নুল আবেদিন,মেজবাউল হক,সহকারী অধ্যাপক ইংরেজি কাজী হল স্কুল দিনাজপুর,মোহাম্মদ আনোয়ার হোসেন ইনচার্জ অফিসার বাংলাদেশ ইসলামী ব্যাংক দিনাজপুর শাখা,সঞ্চালনায় ছিলেন,হাফেজ মাওলানা মোহাম্মদ মাহফুজ বিল্লাহ। এবং অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দ্যা হলি কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার’র সকল শিক্ষার্থীদের বাবা,মাগন সুধীজন ও সাংবাদিক বৃন্দ।