বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি জয়পুরহাট ইউনিট এর মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প’ এর জয়পুরহাট ইউনিটের সদস্য, সাংস্কৃতিক সংঘের সদস্য, অভিভাবক ও শুভাকাঙ্খীদের নিয়ে ২৭ আগস্ট, মঙ্গলবার বিকাল ৫ টায় জয়পুরহাট বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি জয়পুরহাট ইউনিট এর লাইব্রেরি কর্মকর্তা আবু হাসান এর সভাপতিত্বে এক প্রাণবন্ত আড্ডার আয়োজন করা হয়। উক্ত আড্ডায় লাইব্রেরির কর্মকাণ্ড, কবিতা আবৃত্তি, সঙ্গীত, বিভিন্ন বিষয়ে অনুভূতি বিনিময়, অভিনয় ইত্যাদি বিষয়ে জেলা পর্যায়ে উপস্থাপনা এবং প্রতিযোগিতা করার সুযোগ মেলে। প্রতিযোগিতাগুলোর ১ম বিচারক ছিলেন ‘দৈনিক মুক্ত সকাল’ পত্রিকার সাংবাদিক মোঃ সামিউল হক এবং ২য় বিচারক ছিলেন মোঃ কাউসার আলী। সাহিত্য আড্ডা শেষে জয়পুরহাট জেলা পর্যায়ের উক্ত প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের পুরস্কৃত করেন অনুষ্ঠানটির সভাপতি এবং ১ম বিচারক। জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির সহকারী শিক্ষক শামিমা নাসরিন অভিভাবক ক্যাটাগরিতে (সঙ্গীত: পল্লীগীতি) ১ম হয়েছেন। একই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদ্বয় কবিতা আবৃত্তিতে নুজহাত হোসাইন ২য় এবং মোছাঃ রুফাইদা সিদ্দিক নওশিন ৩য় হয়েছেন। কবিতা আবৃত্তিতে ১ম হয়েছেন ফায়েক। অভিভাবক ক্যাটাগরিতে (একক অভিনয়) ২য় হয়েছেন আবু সিনহা। বিশেষ বিবেচনায় বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন (নাচ) রথি। সঙ্গীতে ১ম, ২য় এবং ৩য় হয়েছেন যথাক্রমে আজমাইন, দেবায়ন এবং ফাইজ আবরার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।