শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
পারিশ্রমিকের টাকা চাওয়ায় সনাতনী পরিবারের ৪সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। ছুরিকাঘাতে আহতদের মাঝে একজন আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে পরিবারের বরাত দিয়ে জানা গেছে। এঘটনায় জড়িত ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে বুড়িচং থানা পুলিশ। কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির কালাকচুয়া দক্ষিণপাড়া এলাকায় বুধবার রাতে ঘটে এ ঘটনা।
বুধবার বিকেলে পারিশ্রমিকের বকেয়া ১৫০০টাকা চাইতে যায় একই গ্রামের নজরুল ইসলাম কুটির ছেলে মামুনে বাড়িতে যায় প্রকাশ দেবনাথ (২২) ও কনক দেবনাথ (২১)। এসময় পাওনা টাকা না দিয়ে উল্টো তাদের চর থাপ্পড় দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মামুন। পরে অভিভাবকদের নিয়ে কেন টাকা দেবে না এবং মারধরের কারন জানতে মামুনের অভিভাবকের কাছে গেলে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
এসময় মামুন (৩০) তার ভাই মাসুদ (৩৫) ও পিতা নজরুল ইসলাম সহ তাদের লোকজন এলোপাতাড়ি মারধর করে। তাদের এলোপাতাড়ি মারধর, ছুরিকাঘাত ও লাঠির আঘাতে গুরুতর আহত হয় প্রকাশ, কনক দেবনাথ সহ তাদের পিতা শুধাংসু দেবনাথ ও মাতা শিল্পী দেবনাথ। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাৎক্ষণিক ভাবে ঢামেকে রেফার করা হয়।
আহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায় আহতদের মাঝে একজনের অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে ঢামেকের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা। আহত অন্যান্যরাও চিকিৎসাধীন আছেন
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, পাওনা টাকার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জেনেছি। বাদীর লিখিত অভিযোগ এর ভিত্তিতে অভিযুক্ত মামুন, মাসুদ ও নজরুল ইসলাম নামে তিন জনকে তাৎক্ষণিক ভাবে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।