বেনাপোল স্থলবন্দরে আজ (১৪ নভেম্বর) বেলা ১২ সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আধুনিক কার্গো ভেহিক্যাল টার্মিনাল। বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন, এনডিসি, পিএসসি এই টার্মিনালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, যশোর জেলা প্রশাসক মো: আজহারুল ইসলাম, এবং অন্যান্য সরকারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৪১.০০ একর জমি অধিগ্রহণের মাধ্যমে নির্মিত এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটি একসাথে প্রায় ১৫০০ ট্রাক ধারণের সক্ষমতা রাখে। টার্মিনালটিতে রয়েছে পার্কিং ইয়ার্ড, অভ্যন্তরীণ রাস্তা, কার্গো ভবন, টার্মিনাল ব্যবহারকারীদের জন্য বন্দর সেবা ভবন, আধুনিক ফায়ার ফাইটিং ব্যবস্থা ও সিসিটিভি সিস্টেম, উন্নতমানের ওয়াশ ব্লক, ১০০ মে. টন ক্ষমতার ওয়েব্রীজ স্কেল ২টি, এবং ড্রেনেজ সিস্টেমসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো।
বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর প্রতিবেশী দেশ ভারতের সাথে প্রায় ৮০% স্থলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করে। প্রতিদিন এই বন্দরের মাধ্যমে প্রায় ৫০০-৬০০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং ৪৫০-৫০০টি বাংলাদেশি ট্রাক আগমন করে। কিন্তু পূর্বে পর্যাপ্ত টার্মিনাল সুবিধা না থাকায় অধিকাংশ ভারতীয় ট্রাক সড়কের উপর অপেক্ষা করতো, যা যানজটের সৃষ্টি করতো এবং স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটাতো। এই নতুন কার্গো টার্মিনালটি স্থাপনের ফলে ট্রাকগুলোকে সুরক্ষিত স্থানে রাখা সম্ভব হবে এবং এতে যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
২০২২ সালে ৩২৯.২৮ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের ফলে বেনাপোল বন্দরের কার্যক্রমে গতি আসবে, যানজট কমবে এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন, এবং বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বেনাপোল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত এই পদক্ষেপ দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।