ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকাগামী লাইনে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, যার ফলে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে, ডাউন লাইনে ঢাকার সঙ্গে সিলেট এবং চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঢাকা অভিমুখী ৬০১নং কন্টেইনার ট্রেনটি বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি বড়হরণ এলাকায় পৌঁছালে পেছনের দিকের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এ কারণে আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।