ভাওয়ালগড় সহ গাজীপুর সদরের ৩ ইউপিতে ভোট গ্রহন ১৬ মার্চ
মোঃশাহিন মিয়া গাজীপুর জেলা প্রতিনিধি
সারাদেশে কয়েকটি জেলার ইউপি নির্বাচনের তারিখ ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।এর মধ্যে গাজীপুর সদরের ভাওয়ালগড়,মির্জাপুর ও পিরুজালী রয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ এর সহকারী সচিব মোহাম্মাদ আশফাকুর রহমান ও নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোঃআতিয়ার রহমান যৌথ স্বাক্ষরে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
তফসীল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, রিটার্নিং কর্মকর্তার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ও ভোট গ্রহন ১৬ মার্চ।
ভোট গ্রহন চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।