ঢাকাWednesday , 7 June 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আর্থিক সহোযোগিতা
  11. আলোচনা সভা
  12. আহত
  13. ইফতার মাহফিল
  14. কৃষি বার্তা
  15. খুন
আজকের সর্বশেষ সবখবর

ভিআইপি শাহাদাৎ পোল্টি ফার্মে চুরি, জাপা নেতাকে প্রধান আসামী করে মামলা

Link Copied!

ভিআইপি শাহাদাৎ পোল্টি ফার্মে চুরি,
জাপা নেতাকে প্রধান আসামী করে মামলা

রংপুর ব্যুরো প্রধানঃ

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের সেন্টারের হাট এলাকায় ভিআইপি শাহাদাৎ পোল্টি ফার্মে ফিড চুরির অভিযোগে সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আতাউর রহমানকে প্রধান আসামী করে পেনাল কোর্ডের ৩৮১/ ৪০৮/ ৪১১/ ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সাতজন আসামীর মধ্যে আতাউর রহমানের ছেলেকে করা হয়েছে ৩নং আসামী। এ ঘটনায় চুরি করা ফিড পরিবহনের কাজে ব্যবহত একটি পিকআপসহ চালক সুমনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এজহার সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর সাড়ে তিনটায় ভিআইপি শাহাদাৎ পোল্টি ফার্মের ভিতর থেকে একটি পিকআপ বের হয়ে সেন্টারের হাট বাজারের দিকে এলে ফার্মের কর্মচারী চান মিয়া পিকআপটি আটক করে চিৎকার করেন। এসময় স্থানীয় জনগণ বেরিয়ে এসে পিকআপটি চালকসহ ইউনিয়ন পরিষদ মাঠে আটকে রেখে কোম্পানীর হেড কোয়ার্টারে সংবাদ দেয়। পরে সকালে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকসহ ফার্মে গেলে দুই লাখ পাঁচ হাজার টাকা মূল্যের পিকআপ ভর্তি ৮২টি মুরগী ফিডের বস্তা চুরির সত্যতা মেলে। পিকআপটির চালক সুমন জিজ্ঞাসাবাদে ভিআইপি শাহাদাৎ পোল্টি ফার্মের প্রজেক্ট ম্যানেজার সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আতাউর রহমান ও একাউন্টেন্ট আতাউর রহমানের ছেলে কামাল হোসেন জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেন। মামলার অন্য আসামীরা হলেন, ভিআইপি শাহাদাৎ পোল্টি ফার্মের গেটম্যান মর্তুজা মিয়া, সুপারভাইজার মহিদুল ইসলাম, মোক্তার হোসেন, আলিম মিয়া ও পিকআপ চালক সুমনসহ অজ্ঞাত কয়েকজন। মামলাটির বাদি ভিআইপি শাহাদাৎ গ্রুপের ম্যানেজার দিপস্কর ভট্রাচার্য জানান, মামলা তার নিজস্ব নিয়মে চলবে। কোম্পানীর ক্ষতি করে কোন কর্মচারী পার পাবে না। কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।