ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো পাঁচটি অবৈধ ইট বাটা
মো: রতন সরকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুরের লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইট ভাটাগুলোকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
ইট ভাটা ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ছাড়পত্র বিহীন গড়ে ওঠা মেসার্স কেবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, এলবিএম ব্রিকস-১ এ ৪ লাখ টাকা, এলবিএম ব্রিকস-২ এ ৪ লাখ টাকা, এবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়। অবৈধভাবে পরিচালনা করার অভিযোগে এসব ইট ভাটাকে গুড়িয়ে দেওয়া হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া বলেন, ‘বায়ু দূষণ হ্রাস ও পরিবেশসম্মত ভাবে ইট ভাটা পরিচালনার জন্য সরকার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ভাটাগুলোর কার্যক্রন বন্ধসহ জরিমানা করা হয়।’