ভোটার শূন্য পড়ে আছে মাঠ
শরিফ মিয়া, স্টাফ রিপোর্টর :
দৃশ্যটি দেখে নিশ্চয় আপনার চোখ কপালে উঠে গেছে! এটি সরকারী ইসলামপুর নেকজাহান পাইলট হাইস্কুল কেন্দ্রের ঘটনা।যেখানে সারিবদ্ধ ভোটার লাইনে থাকার কথা,সেখানে মাঠ পড়ে আছে ফাঁকা। জমে থাকা বৃষ্টির পানি যেন জানান দিচ্ছে নির্বাচনের আমেজ কতটুকু!নেকজাহান কেন্দ্র শুধু নয়, পৌরসভার বিভিন্ন কেন্দ্র ও উপজেলার ইউনিয়নের প্রায় অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি এমনই।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় পর্যায়ে,ইসলামপুরে আজ ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকাল ৪:০০ টা পর্যন্ত। ইসলামপুর উপজেলাটি ১২টি ইউনিয়ন ও একটি মাত্র পৌরসভা নিয়ে গঠিত। যেখানে ৯৩ টি ভোটকেন্দ্রে ৯৮ জন প্রিজাইডিং অফিসার দায়িত্বে রয়েছেন। ভোটগ্রহণটি ইভিএম মেশিনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নির্বাচন অফিসের তথ্যমতে,মোট ভোটার ২,৬৮৪১৮ জন।
পুরুষ ভোটার ১,৩৭১৩০ জন, মহিলা ভোটার ১,৩১২৮৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ০১ জন।