ভোট পবিত্র আমানত,ভোটার হতে গেলে সব কাগজপত্র ও ফিটনেস পবিত্র থাকা আবশ্যক
এম,এ,মান্নান, নিয়ামতপুর নওগাঁ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার উপজেলা নির্বাচন অফিস বর্তমান নিয়ামতপুরবাসীর অহংকার।উপজেলা নির্বাচন অফিসার যত নতুন ভোটার বা স্থানান্তরিত হবার জন্য আবেদন করেন তাদের প্রত্যেকেই অফিসার সাহেব নিজেই সব কিছু কাগজপত্র, ফিজিক্যালি দেখেই তারপর সিদ্ধান্ত দিলেই তিনি ভোটার হতে পারবেন তা ছাড়া কাগজ পত্র ঠিক থাকলেও ভোটার হিসাবে বিবেচিত হবেন না।একজন ভোটার হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমান হিসেবে জন্ম নিবন্ধন মূখ্য।
এ জন্ম নিবন্ধন যে প্রতিষ্ঠান থেকে দেয়া সে প্রতিষ্ঠান দূর্নিতিতে ভরা টাকা দিলে ১৪ বছরের একজন কে ১৮ বছর করা তাদের কোন সমস্যায় হয় না।প্রায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ আওয়ামীলীগ এর ভোট বিহীন চেয়ারম্যান।প্রকৃত জনগনের ভোটে নির্বাচিত হলে জনগনের সেবার মনোভাব থাকে।তারা তো আওয়ামীলীগ এর সিলেকশন চেয়ারম্যান তাদের দ্বারা সব কিছুই সম্ভব।এরকম দূর্নিতিযুক্ত জন্ম নিবন্ধন করে তাদের স্বার্থ হাসিল করছেন পক্ষান্তরে উপজেলা নির্বাচন অফিসার মহোদয়গন সমস্যার মুখোমুখি হন।উপজেলা নির্বাচন অফিস,নিয়ামতপুর, নওগাঁ। উপজেলা নির্বাচন অফিসা মহোদয়ের নিকট সংবাদমাধ্যম উপস্থিত হলে অফিসার মহোদয়ের আচরন খুবই সন্তোষজনক।
একজন অফিসার একজন ভোটারকে যে,এমন ভাবে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে একজন ভোটার হবার যোগ্যতা লাভ করে।অফিসার সহেব এমনভাবে৷ বুঝিয়ে দিচ্ছেন যেন ঐ ভোটারের কোন নিকটতম আত্মীয়।প্রত্যেক অফিসারের এ রকম আচরন হলে এ সোনার বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ গড়তে বেশী সময় লাগার কত নয়।আমি অন্তেরের অন্তস্থল থেকে নির্বাচন অফিসার,নিয়ামতপুর,নওগাঁ কে দোয়া ও মোবারকবাদ জানাই।নিয়ামতপুর নির্বাচন অফিস এর কার্যক্রম দেখে মনে হচ্ছে এ অফিস বাংলাদেশের রোল মডেল হওয়ার যোগ্য।কারন “ভোট একটি প্রতিটি মানুষের পবিত্র আমানত”।অফিসার মহোদয় আরো
বলেন,আমার এ অফিস এ যতজন নতুন ভোটার হবেন তাদেরকে বিনা মূল্যে গাছ উপহার দেওয়া হয়।পরিবেশের ভারসাম্যের জন্য গাছের অবদান অনস্বীকার্য।গাছ আমাদের পরম বন্ধু।মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আর এ গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি।আমি নিজের উদ্যোগে যা পারি পরিবেশ ভারসাম্যের জন্য গাছ নিজে লাগাবো এবং অন্যকে গাছ লাগাতে সাহায্য করব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।