মধুপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক গোলাম ছামদানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন
লিয়াকত হোসেন জনী, মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনে সভাপতি হয়েছেন অধ্যাপক গোলাম ছামদানী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।
এ কমিটির আগামী ২০২৪-২০২৫ সনের দায়িত্ব পালন করবে। মধুপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ৬ জুলাই শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই পর্বে চলে এ কার্যক্রম। প্রথম সেশনে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দ্বিতীয় অধিভিশনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ ভোট গ্রহণ করা হয়। অধ্যাপক গোলাম ছামদানীকে সভাপতি ও অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রউফ ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনছার আলী । এ সময় ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।