মধুর স্মৃতি চরণ কলাপাতায় চড়ুই ভাত।
ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ রফিক সাতক্ষীরা।
ধুবড়ীদের ছোচ্চুলায় সাহিত্য চর্চা থেকে যাত্রাপালা, চুটকি বলা থেকে নবাবের অসহায়ত্বের ভাষণ, সবার বর্তমান অবস্হান থেকে শৈশবের মধুর স্মৃতিচরণ, কলাপাতায় ভাত খাওয়ার মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মকে নেমন্তন্ন, ধুলিহর জাহানাবাজে অবস্থিত প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহিম স্যারের বিনোদন বাংলোর নির্মল পরিবেশের পঞ্চমুখী প্রশংসা এবং সমাজের অসহায়দের সেবা ও সাহায্যের প্রস্তাবনা।অংশগ্রহণমূলক আলোচনায় পরবর্তীতে সমাজের কিছু সংখ্যক পিছিয়ে পড়া মানুষের সাথে চড়ুইভাতির আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখানে বাদপড়া ও অংশগ্রহণকারী বিত্তবান বন্ধুদের সহযোগিতা পেলে আবারো অতিসত্বর ছোচ্চুলার আয়োজন করা হবে ইনশাআল্লাহ। সর্বপরি পুলকিত হেমন্তের বিকালটা হয়তো স্মৃতিতে হয়ে থাকবে অমলিন।