মনোহরদী উপজেলা ঔষধ ব্যবসায়ী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
উপজেলা প্রতিনিধি মোঃ মহসিন মিয়া
১১ই ১১ ই বুধবার জানুয়ারি রোজ বুধবার।
নরসিংদী জেলা মনহরদী উপজেলা বড়চাপা বাজার থেকে। অন্তর নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মনোহরদী থানা পুলিশ। নিহত অন্তর ছিল বড় চাপা বাজারের দেওয়ান মেডিকেল হল ঔষধ দোকানের কর্মচারী। ভোর চাপা ইউনিয়নের পাইকান গ্রামের মোঃ বাদল মিয়ার দ্বিতীয় ছেলে অন্তর (১৭)বুধবার সকাল ৯ টা ৩০ থেকে দশটায় দোকান খোলা অবস্থায় দোকানের ভেতরে পার্টিশন করা রোগী দেখার চেম্বারের সিলিং ফ্যানের সাথে মজবুতরশি দিয়া জ্বলে আত্মহত্যা করেন।লোকজন জানাজানির পর মনোহরদী থানায় অবহিত করা হয়। পরে মনোহরদীথানা পুলিশের উপ-পরিদর্শক জনাব রশিদ ওনার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেএবং স্থানীয় চেয়ারম্যান এম সুলতান উদ্দিন ওনার পরিষদের মেম্বার। বাজার পরিচালনা কমিটি ময়নাতনদের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার সূত্রেজানা গেছে প্রতিদিনের মতো ঘটনার দিন সে সকাল সকাল দোকানে এসে দোকান খোলে। পরিবারের কারো সাথে তার কোন ঝামেলা ছিল না। জামেলা তার মালিকের সাথেও ছিল না। তার বাজারে কোন ব্যবসায়ীর সাথেও কোন ঝামেলা ছিল না