ঢাকাSunday , 1 September 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপু‌রের শিবচরে বিএনপির সকল কর্মী ঐক‌্যবদ্ধভা‌বে দল‌কে সাম‌নে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌বো- বিএন‌পি: নেতা নুরু‌দ্দিন মোল্লা

Link Copied!

মাদারীপু‌রের শিবচরে বিএনপির সকল কর্মী ঐক‌্যবদ্ধভা‌বে দল‌কে সাম‌নে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌বো- বিএন‌পি: নেতা নুরু‌দ্দিন মোল্লা
নাজমুল হোসাইন  স্টাফ রিপোটার
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপির সাবেক সভাপতি কামাল জামান নুরুদ্দিন মোল্লা। তিনি বলেন
শিবচ‌রের বিএন‌পি ও অঙ্গ সংগঠন সক‌লে ঐক‌্যবদ্ধ আ‌ছে। আমরা উপ‌জেলা বিএন‌পির নেতারা দ‌লের দ‌লের নি‌র্দেশ অনুযায়ী কাজ কর‌বো। দল‌কে সাম‌নের দি‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌বো- আজ র‌বিবার দুপু‌রে শিবচ‌রে সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময়কা‌লে বিএন‌পি নেতা কামাল জামাল নুরু‌দ্দিন মোল্লা এ কথা ব‌লে‌ছেন।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি নেতা শাজাহান মোল্লা (সাজু মোল্লা), শাহাদাত হো‌সেন খান, আজমল হো‌সেন সে‌লিম খান, মস্তফা মোল্লা, যুবদল নেতা বাকাউল ক‌রিম খান, শা‌হিন গোমস্তা,  যুবদল নেতা জামান বেপারী, ম‌জিবর রহমান শিশু, বিএন‌পি নেত্রী সুহাদা আক্তার, প্রমুখসহ বিএন‌পি ও অঙ্গসংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।
বিএন‌পি নেতা নুরু‌দ্দিন মোল্লা ব‌লেন, শিবচ‌রে বিএন‌পির কোন ভেদা‌ভেদ নেই। সক‌লে দ‌লের স্বা‌র্থে ঐক‌্যবদ্ধ হ‌য়ে কাজ কর‌তে হ‌বে। দ‌লের স্বা‌র্থে বিএন‌পি সক‌লে যার যার অবস্থান থে‌কে কাজ ক‌রে দল‌কে সুসংগ‌ঠিত কর‌তে হ‌বে।
তি‌নি আ‌রো ব‌লেন, আওয়ামীলী‌গের দুঃশ্বাসন থে‌কে রক্ষা পে‌য়ে‌ছি। নতুন বাংলা‌দেশ পে‌য়ে‌ছি। নতুন বাংলা‌দেশ সুন্দর ক‌রে সাজা‌তে হ‌লে তা‌রেক জিয়ার বিকল্প নেই। আমা‌দের নেতা তা‌রেক জিয়ার ‌নি‌র্দেশ কোন দূর্নী‌তিবাজ, চাদাবাজ এর ঠাই বিএন‌পিতে হ‌বে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST