মাধবদী পৌরসভায় পানি সরবরাহ পাইপ লাইনের উদ্বোধন।
আশরাফুল আলম
মাধবদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদী পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন (জিওবি-আই ডি বি) প্রকল্পের আওতায় মাধবদী পৌরসভায় ২৫.৪৯ কিলোমিটার পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় মাধবদী পৌরসভার বিরামপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্প উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোঃ শেখ ফরিদ। ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার শামসুল ইসলাম, মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম, মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ রাজিব হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, , হায়দার আলী, মোঃ বাবুল, মোঃ নওশের, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াছমিন, ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথ।এছাড়া ও অনুষ্ঠানে মাধবদী পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাধবদী নরসিংদী