মানুষ মানুষের জন্য একটু কি সহানুভূতি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য
কামরুল ইসলাম
ক্যান্সার আক্রান্ত সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগে”র রোগ মুক্তি ও আর্থিক অনুদানের জন্য”
জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি বার সন্ধ্যায় গোল্ডেন সিটি কমিউনিটি সেন্টারে
অনুষ্ঠিত সভাই সভাপতিত্ব করেন, জাতীয় সংবাদিক সংস্থা লোহাগাডা উপজেলা কমিটির সভাপতি কেন্দ্রীয় সহকারী মহাসচিব কামরুল ইসলাম”সময় বক্তারা বলেন”ক্যান্সার আক্রান্ত সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ, কন্ঠনালীতে টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার, তাহাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে রেফার করেছেন কিন্তু মোটা অংকের খরচের অভাবে তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে পারছেন না তাই প্রিয় দেশবাসীকে জানায় মানুষ মানুষের জন্য একটু কি সহানুভূতি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য । তার চিকিৎসার জন্য অনুমানিক বিশ লক্ষ টাকার” বেশি টাকা প্রয়োজন” তার পক্ষে একা এত টাকা যোগাড় করা সম্ভব নয়। উপস্থিত সাংবাদিকরা বলেন, তার রোগ মুক্তির জন্য দোয়া, এবং সকল মহল কে আর্থিক অনুদানের জন্য অনুরোধ জানিয়েছেন।এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন খাঁন, কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, অত্র কমিটির সংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, সভাপতি আব্দুর রাজ্জাক, সহ সংগঠনিক সম্পাদক
হাজী সেলিম, সহপ্রচার সম্পাদক সুমত রঞ্জন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন হিরো, সহ অনেকেই উপস্থিত ছিলেন।