মিশার, ডিপজল ও নিপূনের দ্বন্দে উত্তপ্ত এফডিসি

বিনোদন ডেস্ক :

 

নিপুণের রিট এবং বর্তমান কমিটি নিয়ে তাঁর কটাক্ষেরও জবাব দিয়েছেন ডিপজল, মিশা সওদাগর ।

শিল্পী সমিতি নিয়ে যেন আলোচনা থামছেই না। নির্বাচনের মাসখানেক পর সাবেক সাধারণ সম্পাদক নিপুণের হাইকোর্টে রিটকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত এফডিসি। রিটে নতুন কমিটি বাতিল চেয়েছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন অভিনেত্রী। যদিও ফল প্রকাশের দিন নতুন কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রীর দাবি, ওই রাতের অনিয়মের অনেক কিছুর প্রমাণ তাঁর কাছে আছে। এই অভিনেত্রী অভিযোগ করে আরও বলেন, ‘নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক দেয়নি। আমার জানামতে, ৮১টি ভোট বাতিল হয়েছে। কিন্তু তারা ৪০টি ভোট বাতিল দেখিয়েছে। এ নিয়ে স্পষ্ট করে কোনো কিছুই আমাদের প্যানেলকে জানায়নি নির্বাচন কমিশন।’ পাশাপাশি নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের চেয়ারম্যানের কথাবার্তা রহস্যজনক মনে হয়েছে বলেও দাবি করেন নিপুণ। তবে নিপুণের রিট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *