মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাগণের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ ১৬ই জুলাই মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারী অপশক্তি ও মুক্তিযোদ্ধা চেতনা বিরুধী স্লোগানের প্রতিবাদে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব,সাবেক জেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল পাশা,সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন।
আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদ ও মহানগর কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম সরকার।জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা,নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোঃ নূরুল আমিন কালাম, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, ময়মনসিংহ রেলওয়ে প্রাতিষ্ঠানিক থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান,বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব বাদশা মিয়া সহপ্রমুখ নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন আরএন বি সাবেক  হাবিলদার  মোঃ আবু তাহের, শ্রমিক লীগ নেতা বাবু তপন সাহা।বক্তব্য রাখেন সন্তান কমান্ডের নেতা হুমায়ূন কবির সোহাগসহ সন্তান কমান্ডের প্রমূখ নেতৃবৃন্দ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *