মেহেরপুরে সরকারি নীতিমালা উপেক্ষা করে রাজনীতিতে সম্পৃক্ত ডা. অলোক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ. এন্ড এফ.পি.ও) ডা. অলোক কুমার দাস একজন সরকারি কর্মকর্তা হয়েও মেহেরপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হয়ে রাজনৈতিক নেতার মতো আচরণ করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, গত ১৪ জুন ১৯৯৯ সালে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে যোগদান করেন, পরে বিভিন্ন মহলের তদবিরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে পদোন্নতি লাভ করেন। কিন্তু মেহেরপুরে তিনার চাকরির বয়স দুই যুগ পার হলেও তিনি আজও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিব্যি চাকরি করে চলেছেন।
ডা. অলোক কুমার দাস সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের দোহাই দিয়ে ও তিনার নাম ভাঙ্গিয়ে নিজেকে পরিচিত করেছেন রাজনৈতিক দলের নেতা হিসেবে।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষপাতিত্ব করতে গিয়ে বিভিন্ন মিডিয়াতে একাধিকবার তিনার নাম শোনা গিয়েছিল এবং সরকারি কর্মকর্তা হয়ে নৌকার প্রার্থীর জন্য রোগীদের কাছে ভোট চাওয়া এবং ফেসবুক স্ট্যাটাস দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে ডা. অলোক কুমার দাসকে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি শোকজ করেছিল বলে জানা গেছে। অন্যদিকে তিনার বিরুদ্ধে এমনও অভিযোগ রয়েছে যে, মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর বিপক্ষে যারা আওয়ামী লীগ করতেন তাদের চিকিৎসা (সেবা ল্যাব) প্রতিষ্ঠান, ডা. অলোক কুমার দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ ও জরিমানা করা হয়েছিল।
তিনি দীর্ঘদিন মেহেরপুরে থাকার সুবাদে চাকরির পাশাপাশি রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়েছেন এবং মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আধুনিক মানের বাড়ি নির্মাণ করেছেন। অলোক কুমার দাসের এত টাকার উৎস নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া ডা. অলোক কুমার দাস অবসরে চেম্বারে বসে যে রোগী দেখেন, সেই রোগীগুলো কে রিপোর্টের জন্য সনোল্যাবে পাঠিয়ে অর্থ বাণিজ্য করে থাকেন বলেও অভিযোগ রয়েছে।
এবিষয়ে ডা. অলোক কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, মেহেরপুরে ২৫ বছর ধরে চাকরি করছি এটা ঠিক, তবে রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্তার বিষয়টা তিনি এড়িয়ে যান। তিনি বলেন, দীর্ঘদিন এক জায়গায় চাকরি করতে হলে সেখানকার রাজনৈতিক নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা লাগে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।