মেহেরপুর জেলা চোরাচালন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ মফিজুর রহমান লিখন, মেহেরপুর চিপ ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুর জেলা চোরাচালন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে,রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা চোরাচালন প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান , এন এস আই’র ডিডি মিজানুর রহমান,মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুজ্জাম, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান হোসেন মিলু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, পিপি পল্লব ভট্টাচার্য মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম প্রমুখ।