ঢাকাMonday , 26 August 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগ, যুগ্ম-আহবায়ক সহ ২৮জনের নামে মামলা

Link Copied!

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগ, যুগ্ম-আহবায়ক সহ ২৮জনের নামে মামলা

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর ক্রাইম রিপোর্টার

মেহেরপুর পৌরসভার সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ ২৮ জনের নামে মামলা দায়ের করেছে জেলা যুবদলের নেতা ইমন বিশ্বাস,আজ রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা দায়ের করেন,বিজ্ঞ আদালতের বিচারক শারমিন নাহার মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানার ওসিকে এফআইআর এর নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৭ সেপ্টেম্বর ২০১৭ সালে রবিবার সন্ধ্যার দিকে ইমন বিশ্বাস  তার নিজ ফেসবুক আইডি থেকে “দক্ষিন এশিয়ার কুখ্যাত তিন নরঘাতক, মোদী, সুচি এবং হাসিনা। প্রথমজন গুজরাটের কসাই হিসেবে কুখ্যাত অর্জন করেছে, দ্বিতীয়জন আরাকানের ডাইনী হিসেবে কুখ্যাতি অর্জন করেছে আর তৃতীয়জন নিজ দেশে ৫শত লোককে গুম করে শাপলা চত্তরে আলেমদের হত্যা করে লাশ গুম করেন মাঝে মাঝে বিরোধীদের গুম করবার কারণে গুমকুমারী হিসেবে কুখ্যাতি অর্জন করেছেন।” একটি পোষ্ট করেন,এর জের ধরে ঐ রাতে ছাত্রলীগ ও যুবলীগের আসামীরা যুবদল নেতা ইমন বিশ্বাসের  বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে।
পরে তাকে রাস্তায় পেয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে যখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায় তারা, অচেতন অবস্থায় পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে ইমন বিশ্বাস সুস্থ হলে তাকে যুবলীগ নেতা মিজানুর রহমান বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা দিলে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে। এ ঘটনায় মামলায় প্রধান আসামী সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন ও যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঐ ভুক্তভোগি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST