মোঃ শান্ত মিয়া রূপগঞ্জ থানা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম রাসেল এর পরিচিতি ৷
মোঃ রাশেদুল ইসলাম রাসেল জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন ও জাতীয় দৈনিক মানবাধিকার টিভির :নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন, রিতিমত জানা গেছে জে, এছারাও তিনি ২০১৫ সালে চট্টগ্রামের অবস্থিত ভিটা অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের সরকারি প্রতিষ্ঠান ( R.A.C) বিশেষ কোর্স সম্পন্ন করেন
এবং ২০১৮ সালে তিনি জার্নালিজম।বিভাগে এক বছর মেয়াদী সাংবাদিকতা কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি রূপগঞ্জের গোয়ালপাড়ায় অবস্থিত অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ দীর্ঘদিন শিক্ষক হিসেবে দায়িত্ব ছিলেন। পাশাপাশি তিনি পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর জন্য নিষ্ঠার সাথে কাজ করে আসছেন।
মোঃ রাশেদুল ইসলাম রাসেল তিনি একজ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার বাড়িয়া ছনি গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারের ১৯৯৪ সালের ২৫ শে অক্টোবর জন্মগ্রহণ করেন।পিতা মোঃআব্দুল বারেক মিয়া এবং মাথা গোলেছা বেগম।
মোঃরাশেদুল পিতা মাতার পঞ্চম সন্তান। তার ডাকনাম (রাজা) তিনি ছেলেবেলা থেকেই কবিতা ও গানের দিক দিয়ে খুবই পারদর্শী ছিলেন। তিনি তার শিক্ষা জীবন শুরু করেন বাড়িয়াটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভালো একজন মেধাবী শিক্ষক ছিলেন।
আর বিদ্যালয়ে থাকাকালীন সময়েই কবিতা রচনার সূচনা হয়। এছাড়া সে সময় তার ছবি আঁকার দিকে ও ঝোঁক ছিল। ২০১০ সালের মাধ্যমিক এবং ২০১২ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।
পরবর্তীতে তিনি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি,এস,এস, ডিগ্রী অর্জন করেন কৈশরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক রয়েছে।
তার সাহিত্য কর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা। প্রাকৃতিক সৌন্দর্য দেশপ্রেমের মমত্ববোধ,গ্রাম বাংলার নিসর্গ ও রূপকথা। মোঃ রাশেদুল ইসলাম প্রধানত কবিতা হলে ও বেশ কিছু গান রচনা ও করেছেন। প্রারস্তেই রাশেদুল ইসলামের কবি প্রতিভা বিকাশিত হতে শুরু কারনে। পরবর্তীতে তার প্রথম কাব্য অন্তরঙ্গ স্থান করে নেয় পাঠকের মন।
তার উল্লেখযোগ্য কবিতা গুলো হল।
১:কবিতা বসত বিটে,
২:অমানুষ
৩:পলাশবন,
৪:অন্ধকার
৫:পরাধীনতা প্রভৃতি
মোঃ রাশেদুল ইসলাম রাসেল তিনি কিন্তু উপন্যাস ও রচনা করেছেন
১: সুশ্মিতা রায়
২:সীমাহীন পাষাণী
৩: নন্দিনী
এখনো বিলাতে৷
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।