ময়মনসিংহে পিতা হত্যাকারী পুত্র মতিনকে ফুলপুর থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ
জুয়েল রানাঃ ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহ সদর পরানগঞ্জের আব্দুল্লাহপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৪ ফেব্রুয়ারিতে ছেলের হাতে পিতা খুন। (১৬ ফেব্রুয়ারি বুধবার।ফুলপুর থেকে গ্রেফতার করেছে পিতা হত্যাকারী পুত্র মতিনকে রাত.২.০০ ঘটিকার সময়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, দ্রুত সময়ের মধ্যে পিতা হত্যাকারী সেই পুত্র মতিনকে ফুলপুর থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে চৌকস অফিসার ইনচার্জ শাহ কামাল আকান্দ এর নেতৃত্বে এস.আই (নিঃ) আনোয়ার, এএস আই সুজন সাহা, কনস্টেবল জোবায়েদ সহ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি সহায়তায় উক্ত আসামী মতিনকে ফুলপুর থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।১৬ ফেব্রুয়ারি বুধবার রাত্রে পিতা হত্যাকারী। পুত্র মতিনকে ফুলপুর এলাকায় থেকে জনৈক মতিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
ছেলের হাতে পিতা খুন হন গত (১৪ ফেব্রুয়ারিতে ) পরানগঞ্জের আব্দুল্লাহপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে মতিন তার জন্মদাতা পিতাকে ধারালো দা দিয়ে নিশংসভাবে কুপিয়ে হত্যা করে।