রংপুর জেলায় টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষায় আটক ৯ জন
এএস নুসরাত জাহান খুশি, রংপুর প্রতিনিধি।
১৫ ফেব্রুয়ারি (বুধবার) ২০২৩ খ্রি:।
সকাল ১০.০০ ঘটিকায় রংপুর পুলিশ লাইন্স মাঠে অত্র জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে রংপুর জেলার প্রার্থীদের Physical Endurance Test-এ কৃতকার্যদের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুরে লিখিত পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরু হলে পরীক্ষকগন ০৭টি কক্ষ থেকে মোট ০৯ জন ভূয়া পরিক্ষার্থীকে আটক করে রংপুর ডিবি পুলিশ কাছে হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন দিনাজপুর জেলার জলেশ্বরীতলা গ্রামের রতন লালের পুত্র পিন্টু লাল(২৬), রংপুর জেলার কাউনিয়া উপজেলার গেদ্দবালাপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র তাজুল ইসলাম (২৬), রংপুর জেলার গঞ্জিপুর অছিপাড়া গ্রামের মোস্তাকিম আলীর পুত্র মোঃ জাকারিয়া রিপন (২৮), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সাং-চিথলী দক্ষিণপাড়া গ্রামের শাহ আলমের পুত্র মাহফুজার রহমান (১৯), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র জাবের আলী(২৫), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মেহেদী হাসানের পুত্র ফুয়াদ হাসান(২২), ঠাকুরগাঁও সদর উপজেলার কিসামত পাহাড়ভাঙ্গা গ্রামের তরুণী সরকারের পুত্র পরিমল সরকার(২৮), রংপুর জেলার মিঠাকুর উপজেলার হাতিমপুর গ্রামের গোলাম মোস্তফা বাটুলের পুত্র জিসান শেখ(১৯) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আসমতপুর গ্রামের খাজা নাজিম উদ্দিনের পুত্র মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ।
আটককৃতদের ডিবি পুলিশ মাধ্যমে রংপুর কোতয়ালী থানা (আরপিএমপি), রংপুরে হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।