রংপুর সিটি কর্পোরেশনের ২৮ তারিখে নির্বাচনী ফলাফল
মোঃ সাকিব ইসলাম, রংপুর
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী।
সেন্টার নাম–
৮ নং ওয়ার্ডের
বধু কামলা উভয়-
লাঙ্গল –৫৫২
হাতি-১২২
নৌকা-১৬
আমশু প্রগতি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোটারদের দীর্ঘতম লাইন ইভিএম জটিলতার কারণে ভোট দিতে পারছে না সাধারণ ভোটারগন। মুক্ত বিদ্যালয়ের অবস্থানরত ভোটারদের সাথে কথা বলে জানা যায় তারা ইভিএম এর পরিবর্তে আবারো ব্যালটে ফিরে যেতে চায়। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ নির্বাচনী অবস্থা।
শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ব্যাপক ভোটার উপস্থিতি। সার্ভার জটিলতায় ভোট গ্রহণে বিলম্ব হলেও ভোটারদের মুখে রয়েছে আনন্দের হাসি।
মাহিগঞ্জ আফান উল্লাহ উচ্চ বিদালয় কেন্দ্র,
লাঙ্গল -৭৩৫
নৌকা-২৫৪
হাতি-১৩১
২৮ নং ওয়ার্ড সিটি কলেজ
লাঙ্গল ৮৮০
হাতি ৮০
নৌকা ১৫৭
৩৩নং ওয়ার্ডের মাহিন্দা সেন্টারে
লাঙ্গল -১০১১
হাতি -৫১৭
নৌকা -৬৭
নিসবেতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা) বা অংশ-১ (১৩ নং ওয়ার্ড)
লাঙ্গল – ৬৩৩
নৌকা -৪৫
গোলাপ -১৭০