রক্তাক্ত পাহাড় গুইমারায় যুবকের গলা কাটা লাশ উদ্বার
মোঃ সালাউদ্দিন, গুইমারা, খাগড়াছড়িপ্রতিনিধি,
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খীমুড়া এলাকায় রমজান আলী (৩৪) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্বার করেছে গুইমারা থানা পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এসময় প্রায় এক কিলোমিটার দুর থেকে যুবকের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
নিহত রমজান আলী (৩৪) চট্টগ্রাম জেলার খুলশী আমবাগান এলাকার ইউনুস সিকদারের ছেলে।
নিহত রমজান আলী ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক বলে জানা গেছে।
গুইমারা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গুইমারা থানা পুলিশের একটি দল ঐ যুবকের গলা কাটা লাশ উদ্ধার করে।
তবে কে বা কি কারনে এ হত্যাকান্ড তা বলতে পারেননি তিনি।
লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।