ঢাকাSaturday , 18 March 2023
  1. ! Без рубрики
  2. $255 payday loans
  3. 1 hour payday loans
  4. 1000.00 payday loans
  5. 12 months installment loans
  6. 1500 payday loan
  7. 1st payday loan
  8. 1st payday loans
  9. 200$ payday loans
  10. 24 hr payday loans
  11. 30 day pay day loans
  12. 321Chat review
  13. 321Chat visitors
  14. 420 Dating in de VS
  15. 420 Dating visitors
আজকের সর্বশেষ সবখবর

রমজান আসবার পূর্বে লোহাগাড়ায় ভোগ্যপণ্যের বাজার ভোক্তাদের নাগালের বাইরে

Link Copied!

রমজান আসবার পূর্বে লোহাগাড়ায় ভোগ্যপণ্যের বাজার ভোক্তাদের নাগালের বাইরে

কামরুল ইসলাম চট্টগ্রাম

সরবরাহ সংকটের অজুহাতে লোহাগাড়ায় আবারও ভোক্তাদের নাগালের বাইরে প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের বাজার।লোহাগাড়া উপজেলায় অনেকদিন ধরেই তেল, চাল ও চিনির বাজার চড়া। তবে এবার দাম বাড়ছে পেঁয়াজ–রসুন ও আদার, ব্যবসায়ীরা বলছেন আমদানি কম হওয়ায় ভোগ্যপণ্যের দাম বেড়েছে। বর্তমানে প্রায় সব পণ্যের দাম কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এদিকে ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণে লোহাগাড়া উপজেলার ভোক্তারা আরেক দফা চাপের মুখে পড়ল।
গতকাল শুক্রবার লোহাগাড়া উপজেলার বেশ কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বোতলজাত সয়াবিন তেল এক লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকায়। ৩ লিটার ৫৫৫ টাকা এবং ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। অপরদিকে বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। এছাড়া ভারতীয় ছোলা ৯৫ টাকা এবং অস্ট্রেলিয়ান ছোলা বিক্রি হচ্ছে ৯০ টাকায়। অন্যদিকে মসুর ডাল চিকন দানা বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং মোটা দানা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। চীনা আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা রসুন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০–৪৫ টাকা দরে। অন্যদিকে জিরাশাইল চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭৫ টাকা, নাজিরশাইল সিদ্ধ ৮০ টাকা, মিনিকেট আতপ ৬৫ টাকা, মোটা সিদ্ধ চাল ৫৫ টাকা, কাটারি সিদ্ধ ৮৫ টাকা এবং পাইজাম বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
লোহাগাড়া সদরে বিভিন্ন খুচরা বিক্রেতারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে সব ধরনের পণ্যের দাম বাড়তির দিকে। পাইকারী দোকানদাররা জানিয়েছে, আন্তর্জাতিক বাজার সব ধরনের পণ্যের বুকিং দর বেড়ে গেছে। এছাড়া এবার পণ্য আমদানি কম হয়েছে এমন অজুহাতে পাইকারী ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।
জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন খাঁন বলেন, করোনার কারণে সকল কিছুর দাম বাড়ানো হলে ও মানুষের আই রোজগার বাড়েনি। তাই অনেকে উপায়ন্তর না দেখে পরিবার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন আবার বেড়ে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এভাবে চলতে থাকলে, কি হবে বুঝতে পারছি না সাধারণ মানুষ কি ভাবে জীবন যাপন করবে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসেন গণমাধ্যম কে বলেন, ব্যবসায়ীরা একেক সময় একেক অজুহাত দাঁড় করিয়ে ক্রেতাদের পকেট কাটায় ব্যস্ত রয়েছে। কখনো তারা পেঁয়াজ নিয়ে খেলে, কখনো তেল–চিনি নিয়ে। এখন খেলছে আবার চালের বাজার নিয়ে। কোনো পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে ১ ডলার বাড়লেও সাথে সাথে তারা দাম বাড়িয়ে দেন। অথচ যেসব পণ্যের দাম তারা বাড়িয়ে দেন, সেগুলো কিন্তু আগে আমদানি করা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্যের বুকিং রেট কমে গেলে তখন কিন্তু তারা পাইকারী বাজারে দাম কমিয়ে দেয় না। এতে বুঝা যায়, ভোগ্যপণ্যের বাজার ব্যবসায়ীদের মর্জিতেই চলে। পাইকারী ও খুচরা বাজারে চিত্র অনেকটা একই। রমজানের বাকি আর এক সপ্তাহও নাই। তাই প্রশাসনকে বাজার মনিটরিং নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।