রমরমা চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে মামলার হুমকি

রানীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রানীশংকৈলে রমরমা চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করায় বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল উপজেলা শাখার প্রচার সম্পাদককে মামলার হুমকি দেয়া হচ্ছে ।

গত ২৪ মে ( শুক্রবার) রাত ৯ ঘটিকায় যশোরের ট্রাক ড্রাইভার মোঃ বাবুল রানীশংকৈল থানায় তিনজন আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি আরও বলেন তারা ছয় থেকে সাত জন লাঠি নিয়ে গাড়ি আটকিয়ে চাঁদা না দিলে মারপিট দিতে থাকে তখন জিবন বাঁচার তাগিদে নেকমরদ রোডে ১০০টাকা চাঁদা দেন এবং রানীশংকৈল শিবদিঘী বাজারের সামনে আসলে আর একজন লাঠি নিয়ে গাড়ি সামনে দাঁড়িয়ে গাড়ি আটকিয়ে আবার চাঁদা চাই আমি দিতে অস্বীকার করলে গাড়ির গেটে লাঠি দিয়ে বারি মারে তখন আমি গাড়ি রেখে রানীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করি । তারপর গাড়ি নিয়ে যশোরের উদ্দেশে রওনা দিলে আবার মাদ্রাসা মোড়ে আমার গাড়ি আটকিয়ে ২০০ টাকা চাঁদা দাবি করে পরে আমি বাংলাদেশ প্রেসক্লাব রাণীশংকৈল উপজেলা শাখায় ফোন দিয়ে কথা বললে আমার কাছ থেকে বিপ্লব নামের এক ব্যক্তি ৫০টাকা নেয় |

২৫ মে ( শনিবার) রাত ৮ টায় বাংলাদেশ প্রেসক্লাব -রানীশংকৈল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ট্রাক ট্যাংলড়ি সভাপতি মোকশেদকে মুঠফোনে কল দিয়ে অবৈধ চাদা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন—বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল উপজেলা শাখার প্রচার সম্পাদক দৈনিক মানবাধিকার প্রতিদিন এর রানীশংকৈল উপজেলার প্রতিনিধি মোঃ আব্দুল জব্বারের নামে মামলা করার হুমকি দেন এবং কি তাকে ছাড় দিবে না এই মর্মে উচ্চকন্ঠে হুঙ্কার দেন |

আজ অদ্য ২৯ তারিখ বিকাল ৪ টায় অবৈধ চাদা আদায়ের বিষয়ে মাদ্রসা মোড়ে বিবাদে জড়ান যুব সমাজ এবং ট্রাক ট্যাংলড়ির সদস্যরা | মাদ্রাসা মোড়ে দু- পক্ষের বিবাদের এক পর্যায়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দেন মিলন হোসেন (সাবেক সড়ক সম্পাদক) তিনি বলেন– এটা সম্পুর্ন বেআইনি | তিনি এই সাক্ষাৎকার দেওয়ায় তার নামেও মামলার হুমকি দেন ট্রাক- ট্যাংলড়ির সভাপতি মোকশেদ |

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা সভাপতি মোঃ সোহরাব হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন বর্তমান সরকারের নির্দেশে সব চাঁদা বন্ধ রানীশংকৈল শাখায় কেন চাঁদা নিবে আমি সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলি তারা যদি এই কাজ করে সেটা অবৈধ।

এই বিষয়ে রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন —আমি অভিযোগ পেয়েছি | সাব- ইন্সপেক্টর নুর আলমকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে |

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *