রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন
মোঃ হামিদুর রহমান লিমন, রংপুর ব্যুরো প্রধানঃ
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করেছেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার ১শত ৪ জন কৃষিকের প্রায় ৫০ একর জমিতে রাইস রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন করে সমলয়ে চাষাবাদের উদ্বোধন করেন তিনি। রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল, রংপুর সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজলী বেগম, উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার, উপসহকারী উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার, ৫ নং খলেয়া ইউপি চেয়ারম্যান মোঃ মোত্তালেবুল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সায়মা বিনতে ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ বিশেষ হিসেবে স্মার্ট কৃষি গড়তে চায় সরকার। এ লক্ষ্যে ডিজিটাল যন্ত্রের মাধ্যমে ধান রোপনসহ ধান কাটা ও মাড়াই করা হবে। এতে কৃষকরা উৎসাহ প্রকাশ করছে। তিনি আরো বলেন বাংলার কৃষকদের কারণেই আজ বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে।