রাঙ্গাবালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
মোঃজাহাঙ্গীর হোসেন
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী রাঙ্গাবালীর চরমোন্তাজে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল বাজারে নাসির উদ্দিনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন চরলক্ষী গ্রামের মোঃ ইদ্রিস মৃধার ছেলে মোঃশাহিন (২৫) ও একই গ্রামের মোঃ সোহরাব দালালের ছেলে মোঃমাসুদ দালাল (২২)।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চরমন্ডল বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ সজল কান্তি দাস বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।