রাঙ্গাবালীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ৫
মোঃ কবির হাওলাদার
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চরমোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামের মোঃ রুহুল শিকদারের ছেলে মোঃবরকত শিকদার (২২) একটি পাতার আঁটি লঞ্চে উঠিয়ে দিতে যায় তখন ঘাটে দায়িত্ব থাকা চরমন্ডল গ্রামের মোঃজালাল গাজীর ছেলে মোঃ টিটন গাজী (২৩) ঘাট ভাড়া টাকা নিয়ে উভয়ের মাঝে বাক বিতন্ডা হয়৷এতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে আহতরা হন মো. লোকমান (২৬), মোঃ টিটন গাজী (২৩) মোঃ মামুন গাজী (২৮) মিলন (৩৫) আহতদের পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চিকিৎসাধীন।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ব্যাপারে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যাবস্থা নেয়া হবে