রাঙ্গাবালীতে মেধাবি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ
মোঃজাহাঙ্গীর হোসেন
রাঙ্গা বালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাটাখালী গ্রামে সংহতি নারী সংগঠন (ইউএসএ) ওয়াশিংটন আমেরিকা সার্বিক সহযোগিতায় ২২জন নারী শিক্ষার্থীদের মাঝে ২২টি বাইসাইকেল ও ৬০জন শিক্ষার্থীদের মাঝে ৮হাজার করে ৪ লক্ষ ৮০ হাজার নগদ অর্থ প্রদান করা হয়। সংহতি সংস্থার পরিচালক মনিকা জাহান জানান, সংহতি সংগঠনটি প্রতি বছর মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল ও নগদ অর্থ প্রদান করে। প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের মাঝে ২২টি বাইসাইকেল ও ৬০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করেণ। তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সংহতি সংস্থার পরিচালক মনিকা জাহান বোস মমিতা জাহান,ইউপি সদস্য ইসরাত জাহান নিপা, ইউপি সদস্য নসরু মৃধা, ডাক্তার স্বদীপ বেপারী প্রমূখ।