ঢাকাWednesday , 27 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী ঢাকার ব্যবসায়ীদের বেআইনি দখল রাস্তার ফুটপাত

Link Copied!

ঢাকায় ফুটপাত দখল একটি দীর্ঘদিনের সমস্যা, যা নগরবাসীর দৈনন্দিন চলাচল ও সুষ্ঠু শহর ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বিশেষ করে ব্যবসায়ীদের বেআইনি দখল ও রাস্তার পাশে দোকানপাট গড়ে তোলার ফলে এই সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। রাজধানীর মহাখালী ,ফার্মগেট ,শ্যামলী ,আগারগাঁও তেজগাঁও ,কল্যাণপুর শিও মেলা এই সকল এরিয়াতে গুড়ে দেখা যায় ফুটপাত গুলিতে বিভিন্ন দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বিগ্ন হচ্ছে।

এতে করে সাধারণ মানুষের ভিতরে খুবের সৃষ্টি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাস্তায় সাধারণ যাত্রীরা বলছেন দেশে সকল আইন নিয়ম কানুন হলেও নেই কোনো প্রয়োগ যার কারণে যে যার মতো করে ফুটপাতগুলোতে দোকানের দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

প্রধান কারণ অস্থায়ী দোকানপাট অনেক ব্যবসায়ী ফুটপাতে অস্থায়ী দোকান বা স্টল স্থাপন করে ব্যবসা করেন। এদের মধ্যে ভ্রাম্যমাণ বিক্রেতা থেকে শুরু করে স্থায়ী দোকানদারও রয়েছে। নগর কর্তৃপক্ষের নজরদারির অভাব,সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপের অভাবে এই দখলবাজি বেড়ে চলেছে।

ঘুষ ও রাজনৈতিক ক্ষমতার প্রভাব কিছু ক্ষেত্রে ফুটপাত দখলকারী ব্যবসায়ী প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা পান বা স্থানীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগান। অর্থনৈতিক বাস্তবতা ঢাকার নিম্ন আয়ের মানুষের জন্য ফুটপাতে দোকান স্থাপন তুলনামূলক সস্তা এবং সহজ একটি উপায়। তাই অনেকেই ফুটপাতকে আয়ের উৎস হিসেবে বেছে নেন।

সমস্যার প্রভাব,চলাচলে বাধা পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে রাস্তায় হাঁটতে বাধ্য হন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। যানজট ফুটপাত দখলের কারণে রাস্তার একাংশ প্রায়ই অকার্যকর হয়ে পড়ে, যা যানজট সৃষ্টি করে। নান্দনিকতা নষ্ট ,ফুটপাত দখল নগরীর পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে।

সম্ভাব্য সমাধান নিয়মিত অভিযান অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা এবং তা কার্যকরভাবে মনিটর করা প্রয়োজন। বিকল্প ব্যবস্থা
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ মার্কেট বা স্থায়ী বাজার স্থাপন করা যেতে পারে.জনসচেতনতা পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে ফুটপাতের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

কঠোর আইন প্রয়োগ ,ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।প্রযুক্তির ব্যবহার ফুটপাত ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ভিত্তিক নজরদারি চালু করা যেতে পারে। এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও প্রয়োজন। জনসচেতনতা এবং সমন্বিত উদ্যোগই পারে ঢাকার ফুটপাত গুলোতে দখলমুক্ত করতে হবে বলে মনে করেন পথচারীরা।

Design & Developed by: BD IT HOST