ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুনর্বাসনের লক্ষ্যে সহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে সাতজন ভিক্ষুকের মাঝে চার্জার ভ্যান ও দোকানবাবদ নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ইউএনও রকিবুল হাসান এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, বিএনপি সভাপতি আতাউর রহমান,পৌর বিএনপির মহসিন আলী, জামায়াতের সেক্রেটারি রজব আলী, রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক বিপ্লব উপস্থিত ছিলেন। এসময় ৪ জন ভিক্ষুকের মাঝে চার্জার ভ্যান ও ৩ জনের মাঝে দোকানের জন্য ষাট হাজার টাকার নগদ অর্থ প্রদান করা হয়েছে।