রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর ৭ দিনের জেল
মোঃ আব্দুল জব্বার রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলায় সোমবার (০১ মে) ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শ্রী: ইন্দ্রজীত সাহা।
রাণীশংকৈল থানার মোবাইল কোর্ট নং- ৭৮, ৭৯, ৮০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) এর ধারা মোতাবেক তিন মাদকসেবিকে ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- রাণীশংকৈল উপজেলার চেংমারী গ্রামের ওসমান আলীর ছেলে মো: আজিজুর রহমান (৪৫) নেকমরদ বাজারের মৃত নয়বর রহমানের ছেলে মো: সামসুল হক (৫০) ও করনাইট গ্রামের আ: বাসেদের ছেলে মানিক।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, গতকাল সন্ধ্যায় এই তিন মাদকসেবীকে পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।