রানীশংকৈলে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত
মোঃ আব্দুল জব্বার রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” দশের লাঠি একের বোঝা এই প্রতিপাদ্য নিয়ে আদ্য ০৪/১১/২৩ ইং তারিখে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা হলরুমে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
এই দিবসটি উপলক্ষে অদ্য সকাল বেলায় সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেড় হয়ে শহরের মুল সড়ক গুলোতে শোভাযাত্রা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সইদুল হক, সভাপতি রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগ, মোঃ মোস্তাফিজুর রহমান, মেয়র, রানীশংকৈল পৌরসভা, মোঃ সোহেল রানা, ভাইস চেয়ারম্যান রানীশংকৈল উপজেলা, মোছাঃ শেফালী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান রানীশংকৈল উপজেলা, মোঃ মোবারক আলী, সাবেক সমবায় অফিসার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক নেতা, কর্মকর্তা, সমবায় সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সমবায় কর্মকান্ডে সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়নের আরো তৎপর ভুমিকা রাখার জন্য সমবায় সদস্যদের আহবান জানান।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সহ-সমবায় অফিসার রবীন্দ্রনাথ সরকার ও মনা বসাক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার মোঃ সাদেকুল ইসলাম।