রুহিয়ায় নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বিমল চন্দ্র স্টাফ রিপোর্টার
: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে স্কুল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মার্চেল্লো দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো। সহকারী শিক্ষক বেলালহোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন নির্মল, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, সহকারী শিক্ষক ঠাকুর দাস,নজরুল ইসলাম , জগদীশ চন্দ্র রায়, নিত্যানন্দ গোস্বামী, মজিন্দ্র রায়, অভিভাবক সদস্য বিধান চন্দ্র বর্মন প্রমূখ ।
অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় উচ্চ শ্রেণির ছাত্রীরা। এর পর এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।