রোহিঙ্গা ক্যাম্পে ৩ জন রোহিঙ্গাকে কুপিয়ে গুলি করে হত্যা. আহত ৭) আরসা
নুরুল আলম, কক্সবাজার রিপোর্টার :
কক্সবাজার জেলা : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে তিন শরণার্থী কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার (১০ জুন) ভোরে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনে এ ঘটনা ঘটে যায় বলে গণমাধ্যম কর্মী কে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল হোছন
তিনি বলেন, ২০১৭ সালের ও পুরাতন অনুপ্রবেশকারী বেপরোয়া রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত এবং নাশকতার চেষ্টা করছে বিদেশ থাকায় প্রবশালী শরণার্থী নেতাদের ইশারায় আরসার। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে সোমবার ভোরে ক্যাম্প-৪ এক্সটেনশনে হামলা চালায় আরসা সন্ত্রাসীরা। এতে তারা গুলি এবং কুপিয়ে তিন বেপরোয়া রোহিঙ্গাকে হত্যা করে। এ সময় গুরুতর আহত হয় ৭ জন।
নিহত রোহিঙ্গারা হলেন, ক্যাম্প-৪ এক্সটেনশনের মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইসহাক ও ক্যাম্প-৩ ই-৬৪ এলাকার অস্হায়ী বাসিন্দা ফিরোজ খান।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শামীম হোসেন মানবাধিকার টিভি কে বলেন, নিহত তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে.এবং আইনের প্রক্রিয়া শেষে পারিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে
পাশাপাশি আহতদের কে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে হস্তান্তর করা হয়।থানায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এজাহার নথিভুক্ত করে অপরাধীর বিরুদ্বে অভিযান অব্যাহত থাকবে