রৌমারীতে ইয়াবাসহ আটক ২
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
মোঃ নূর হোসেন
রৌমারীতে 8 হাজার ভারতীয় ইয়াবাসহ বিয়াই -বিয়াইন আটক বিয়াই-বিয়ানকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর
গ্রামের মাহমুদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের
৬টি মাদক মামলার আসামী মৃত সিরাজুলের ছেলে জাহের আলী ওরফে
ফকির চাঁন (৪৫) ও পাশের গ্রাম রতনপুরের মাহমুদ আলীর স্ত্রী রাশেদা বেগম (৪২)।
পুলিশ ও এলাকাবাসি জানায় আটক হওয়া দুজন সম্পর্কে বিয়াই-বিয়াইন। মাদক ব্যবসা জমজমাট করতে ফকিরের মেয়ের সাথে রাশেদার ছেলের বিয়ে দেন। তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে এলাকার সবাই জানেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার জানান, সংঘবদ্ধ
চক্রটি দীর্ঘ দিন যাবত ভারতীয় ইয়াবা বড়ির ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রতনপুর গ্রামে মাহমুদ
আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক
করা হয়। এঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
আটককৃতদের নামে একটি নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার সকালে
তাদের কুড়িগ্রাম কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।