র্যাব-১৩ কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ
এম হামিদুর রহমান লিমন, রংপুর ব্যুরো প্রধানঃ
২৪ জানুয়ারি ২০২৩ খ্রি. মঙ্গলবার ১২:০০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলাধীন গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩, রংপুরের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।
এ সময় হেলিকপ্টারযোগে অনুষ্ঠানস্থলে অবতরণ করলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম। অত:পর তিনি র্যাব-১৩ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।