ঢাকাThursday , 13 April 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আনন্দ মিছিল
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. আর্থিক সহোযোগিতা
  12. আলোচনা সভা
  13. আহত
  14. ইফতার মাহফিল
  15. কৃষি বার্তা
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ার ঈদ বাজার পরিদর্শনে বিভিন্ন গণমাধ্যম

Link Copied!

লোহাগাড়ার ঈদ বাজার পরিদর্শনে বিভিন্ন গণমাধ্যম

চট্টগ্রাম অফিস

মাথার টুপি থেকে পায়ের জুতা, গৃহসজ্জা থেকে ক্রোকারিজ- শুধু কি তা-ই, কাঁচা পণ্য থেকে শুরু করে সেমাই-পায়েস সবই মিলে লোহাগাড়া সদর আমিরাবাদ বাজারে। লোহাগাড়া সদরে আমিরাবাদ বাজারে গড়ে উঠা অত্যাধুনিক অনেক মার্কেট-বিপণি বিতান গড়ে ওঠেছে এ মার্কেট গুলোর কদর আর ঐতিহ্য কমেইনি। সব শ্রেণির মানুষের কাছে ঈদের কেনাকাটায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বাজারের মার্কেট গুলোর জুড়ি নেই। ঈদ ঘনিয়ে আসায় শত বছরের ঐতিহ্যের লোহাগাড়া সদর আমিরাবাদ বাজারে চলছে জমজমাট বিকিকিনি। অলি-গলি আর দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। দম ফেলার ফুরসত নেই ব্যবসায়ীদেরও।
ব্যবসায়ীরা জানান, ১২০ বছরের ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে লোহাগাড়া সদরে অবস্তিত আমিরাবাদ বাজার গুলো। লোহাগাড়া সদর আমিরাবাদ নামে এ বাজারের নামকরণ করা হয়। বর্তমানে ছোট-বড় বিভিন্ন মার্কেটের সমন্বয়ে প্রায় ১০ হাজার দোকান রয়েছে এখানে। পাইকারি ও খুচরা পণ্য বিক্রির জন্যে বিখ্যাত এই বাজার। চলাচলের জন্য রয়েছে শতাধিক অলি-গলি ও ৪টি বড় প্রবেশমুখ। এর উত্তরে পদুয়া বাজার, দক্ষিণে আধুনগর , পূর্বে দরবেশহাট রোড এবং পশ্চিমে মাষ্টার হাট এলাকা পর্যন্ত জুড়ে রয়েছে বৃহত্বর আমিরাবাদ বাজারের অবস্থান। পুরোনো দোকানগুলোয় এখন ঈদেও জমজমাট আমিরাবাদ বাজার।

ঈদের কেনাকাটায় বাহারি নামের শাড়ি ভালো বিক্রি হচ্ছে। একই সঙ্গে চাহিদা রয়েছে বেনারসি ও কাতানের। সবকটি দোকান সাজানো হয়েছে অন্য সাজে। পোশাক ছাড়াও থ্রি-পিস, লুঙ্গি, জুতো, প্যান্ট, জুয়েলারি, প্রসাধনীসহ পাইকারি ও খুচরা পণ্যের বিপুল সম্ভার রয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের পছন্দের পোশাক ছাড়াও গৃহসজ্জা, প্লাস্টিক সামগ্রী, চেয়ার-টেবিল, শাক-সবজি, মাছ-মাংস সবই মিলে এই আমিরাবাদ বাজারে। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিটি দোকানেই রয়েছে বিদেশি পণ্য। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে দোকানিদের চেষ্টার কমতি নেই। অবশ্য এখানে আসা ক্রেতারাও কেউ ফিরছেন না খালি হাতে। ১০ রমজানের পর কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে আমিরাবাদ বাজার। অলি-গলিতে যেন জন¯্রােত লেগেছে। সকাল থেকে রাত অবধি চলছে জমজমাট কেনাকাটা। কয়েকদিন ধরে ক্রেতাদের ঢল চলছে এই বাজারে।
আমিরাবাদ বাজারের ব্যবসায়ী মো. আবু তাহের জানান, ভারতীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের কাছে দেশীয় ঐতিহ্যবাহী বেনারসি ও কাতানের চাহিদা বেশি। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড- থেকে আমদানি করা শাড়ি, থ্রি-পিসের কদর বেশি রয়েছে।
ব্যবসায়ী মহিউদ্দি বলেন আমিরাবাদ বাজারে সব ধরনের পণ্য সুলভ মূল্যে পাওয়া যায়। এ বাজারে পুরোনো ও জাত ব্যবসায়ীরা থাকায় গলাকাটা লাভ করেন না। পাইকারি ও খুচরা দরের কাছাকাছি দর রেখে পোশাক বিক্রি করা হয়। লোহাগাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত বলে লোহাগাড়া উপজেলার যেকোনো স্থান থেকে যোগাযোগ সুবিধা থাকায় ক্রেতা-বিক্রেতারা স্বাচ্ছন্দ্যবোধ করেন।
লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি মো.মামুনুর রশিদ মামুন বিভিন্ন গণমাধ্যম কে বলেন, পাইকারি ও খুচরা বিক্রির জন্য খ্যাতি রয়েছে আমিরাবাদ বাজারের। পণ্যের গুণগত মান ও আধুনিক কালেকশনের জন্য এটি মানুষের আস্থা অর্জন করেছে। আস্থা ও বিশ্বাস রয়েছে বলে বৃহত্তর বাজারের মধ্যে এ বাজার এখনো অদ্বিতীয়।লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে নামী-দামী বড় বড় অনেক মার্কেট গড়ে উঠলেও আমিরাবাদ বাজারের কদর এতটুকু কমেনি। আধুনিকতার ছোঁয়া। তবে অলি-গলির সেই পুরোনো চেহারা পাল্টায়নি
ঈদের কেনাকাটায় বাহারি নামের শাড়ি ভালো বিক্রি হচ্ছে। একই সঙ্গে চাহিদা রয়েছে বেনারসি ও কাতানের। সবকটি দোকান সাজানো হয়েছে অন্য সাজে। পোশাক ছাড়াও থ্রি-পিস, লুঙ্গি, জুতো, প্যান্ট, জুয়েলারি, প্রসাধনীসহ পাইকারি ও খুচরা পণ্যের বিপুল সম্ভার রয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের পছন্দের পোশাক ছাড়াও গৃহসজ্জা, প্লাস্টিক সামগ্রী, চেয়ার-টেবিল, শাক-সবজি, মাছ-মাংস সবই মিলে এই আমিরাবাদ বাজারে। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিটি দোকানেই রয়েছে বিদেশি পণ্য। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে দোকানিদের চেষ্টার কমতি নেই। অবশ্য এখানে আসা ক্রেতারাও কেউ ফিরছেন না খালি হাতে। ১০ রমজানের পর কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছ আমিরাবাদ বাজার। অলি-গলিতে যেন জন¯্রােত লেগেছে। সকাল থেকে রাত অবধি চলছে জমজমাট কেনাকাটা। কয়েকদিন ধরে ক্রেতাদের ঢল চলছে এই বাজারে।
আমিরাবাদ বাজারের ব্যবসায়ী মো. আবু তাহের জানান, ভারতীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের কাছে দেশীয় ঐতিহ্যবাহী বেনারসি ও কাতানের চাহিদা বেশি। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড- থেকে আমদানি করা শাড়ি, থ্রি-পিসের কদর বেশি রয়েছে।
ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, আমিরাবাদ বাজারে সব ধরনের পণ্য সুলভ্যমুল্যে পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।